কুষ্টিয়ায় মোবাইল কোর্টের অভিযান ;
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রদত্ত সরকারি নির্দেশ অমান্য ও মাস্ক ব্যবহার না করায় কুষ্টিয়া জেলা শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৩জনকে জরিমানা করা হয়েছে।
৯ই আগষ্ট রবিবার সকালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান। অভিযানে সহায়তা করেন কুষ্টিয়া জেলা পুলিশ ।
মোবাইল কোর্ট সুত্রে জানা যায় , করোনা সংক্রমণ বিস্তার রোধে কুষ্টিয়া জেলা শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় ৫৩ (তেপ্পান্ন) জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে৷ জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।