নিজস্ব প্রতিনিধি। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া নফরশাহ মাজার সংলগ্ন পৌরসভার ড্রেন থেকে উদ্ধার হয়েছে ঝুমা জুয়েলার্সের চুরি হওয়া সিন্ধুক ও মালামাল৷।
আজ সকাল আনুমানিক ১১ টার সময় কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মচারীরা নফর শাহ মাজার সংলগ্ন চুরি হওয়া ঝুমা জুয়েলার্সের পাশে ড্রেনের ময়লা পরিষ্কার করার সময় চুরি হওয়া সিন্ধুক পায়। পরে মিলপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আব্দুল আলিম ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সাবা উদ্দিন সওদাগর সহ স্থানীয় দোকানদারদের উপস্থিতে সিন্ধুক খোলা হলে নাকের অপেল ৩৯ টা ও দুই জোড়া সুই সোতা দুল যার ওজন ৯ আনা ৩ রতি ৩ পয়েন্ট এবং চাদির লকেট ৩ টা, সিদুর নেওয়ার ফুল ২ টা,নুপুর পায়ের ৭ জোড়া, চেইন ৪ টা,, হাতের ব্রেসলেট ১ টা,,চাদির চুরি ১ জোড়া, তাবিজ ৭ টা,হাতের বাজু ২ টা যার ওজন ২৩ ভড়ি ৭ আনা ২৩ পয়েন্ট এবং নগদ ১৮ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত ২৪ জুলাই ২০২০ ইং তারিখ রাতে কুষ্টিয়া আড়ুয়াপাড়া নফর শাহ মাজার সংলগ্ন দিলীপের স্বর্নের দোকান থেকে ৪০ ভড়ি রুপা ও ১ ভড়ি ৪ আনা স্বর্ন চুরি হয়ে যায়। বাদী দিলীপের অভিযোগের ভিত্তিতে মেহেদী হাসান রুমনকে ৫ ভড়ি ৪ আনা চোরাইকৃত রুপা সহ গ্রেফতার করে আলামত সহ আদালতে প্রেরন করে পুলিশ।