মাগুড়া প্রতিনিধি
পুলিশ হেডকোয়াটার্স এর মাদক মুক্ত সমাজ গড়ার নির্দেশনা বাস্তবায়নে মাগুরা জেল া পুলিশ সুপার জনাব খান মোহাম্মদ রেজোয়ান,পিপিএম মহোদয়ের মাদক নির্মূল তৎপরতায় মাগুরা সদর থানা আরো একটি সফলতা অর্জন করেছে।
মাদক ও মাদক ব্যাবসায়ী অনুসন্ধানে তৎপর মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদিনের নেতৃত্বে থানার চৌকশ মাদক অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১/৮/২০২০ খ্রিঃ তারিখ ভোরে থানাধীন নিজনান্দুয়ালী এলাকায় অভিযান করে ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মোট ১২৫ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রয়ের নগদ ২৪,০০০/- টাকাসহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। এ অভিযানে মাদক পরিবহন কাজে আসামীদের ব্যবহার করা দুইটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। অসীম কর্মকার (৩৮) ২। মোঃ রাজু (২৩) ও ৩। মোঃ আল আমিন (২২) আসামিরা দীর্ঘদিনযাবৎ যশোর থেকে ফেনসিডিল সংগ্রহ করে মোটরসাইকেলযোগে যশোর- মাগুরা সহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।