কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের হাতে বুধবার দুপুরে গ্রেফতার হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় প্রদানকারী প্রতারক শরীফ উদ্দীন (২৫)। জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম( বার) পিপিএম’র প্রেস ব্রিফিং এ জানা যায় ভূয়া, প্রতারক শরীফ উদ্দীন কুমিল্লা জেলার হাবীবা ইসলাম খান (৪০) ও তার স্বামী ডাঃ বদরুল ইসলাম খানের সাথে ফেইসবুকে পরিচয় মিলে।পরবর্তীতে ওই প্রতারক স্বামী- স্ত্রীর মাঝে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব ও গনভবনে থাকেন এমন পরিচয় দিয়ে কুমিল্লায় বেড়াতে আসতে চান। তারই পরিপ্রেক্ষিতে ১২-০৮-২০২০ইং তারিখ বুধবার দুপুরে একটি নোয়া মাইক্রোবাসযোগে চার জন সহযোগীসহ স্থানীয় কিছু ছেলেদের মোটরসাইকেল বহর নিয়ে কুমিল্লার ইটিল্যাব(ইউনানী) ফ্যাক্টোরিতে আসেন এবং পরিদর্শন করছিলেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ অফিসার আনোয়ারুল আজিম জানান- ভূয়া পরিচয় প্রদানকারী প্রতারক তার ফেইসবুক আইডির লিংক ধরে জেলা পুলিশ সাইবার ইউনিট পর্যবেক্ষণের মাধ্যমে ওই প্রতারক কে আটক করা হয়।
পুলিশ সুপার’র প্রেস ব্রিফিং আরো জানা যায় ওই প্রতারক কখনো প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, কখনো উপসচিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক,বর্তমান আওয়ামীলীগের সদস্য এবং তার নাম শেখ আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগন্জ বলতেন।তবে ওই প্রতারক নৌকার ব্যাজ দ্বারা মুজিবকোট পড়ে মানুষের সাথে পরিচয় বহন করে সম্পর্ক করে আসছিল।
পুলিশ সৃত্রে জানান তার প্রকৃত নাম- শরীফ উদ্দীন, পিতাঃ ওয়াজেদ আলী জেলাঃ নেত্রকোনা। পুলিশের কাছে আটকের পর প্রথম পরিচয় দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, পরে জিগাসাবাদে বলেন কিছু দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউট সোর্সিং এর কর্মী হিসাবে ৩ মাস পিয়নের কাজ করতে গিয়ে সে বহিস্কৃত হন। বর্তমানে ওই প্রতারক এসব পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে আসছিল।
এছাড়াও ওই প্রতারক রাষ্ট্রপতি ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবির সাথে নিজের ছবি এডিটিং করে বিভ্রান্ত করে আসছে।
জেলা পুলিশ জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।