কুষ্টিয়া গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) বিভৎস্য লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর বেড়িবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় গোবিন্দপুর বেড়িবাঁধ এলাকা সংলগ্ন গড়াই নদীতে এক ব্যক্তির বিভৎস্য লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই লিয়াকত আলী ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান,গড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নদী থেকে ৪/৫ দিনের গলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,উদ্ধার পরবর্তী পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে।