শোক হগদিবস পালিত
কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজের আয়োজনে নানা কর্মসূচির মধ্যয দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুুু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয় । আজ শনিবার সকালে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও গভর্ণিং বডির সদস্যদের নিয়ে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক জাতীয় শোক দিবস পালন করেন।
শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক রাজনৈতিক ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষকমন্ডলী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের বিষয়গুলো বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রস্তাবিত কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া এর সভাপতি সেকেন্দার আলী।
দোয়া ও আলোচনা শুরুর পূর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষার্থীদের নিয়ে কালো ব্যাজ পরে শোক রেলী বের করে গ্রাম প্রদক্ষিণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সমন্বয়ে বিভিন্ন আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।