আলোর পথে সংগঠনের উদ্যোগে শোক দিবসের দোয়াঁ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সামাজিক সংগঠন আলোর পথের উদ্যোগে এবং কালপুরুষের সহযোগীতায় কুষ্টিয়া থানাপাড়ার জিকে বাধ সংলগ্ন এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগষ্ট বাদ আসর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোর পথে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জীবন আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখে যুবলীগ নেতা ও প্রযুক্তিতে কুষ্টিয়া সংগঠনের সাধারন সম্পাদক রাকিবুজ্জামান তানিম, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সামাজিক সংগঠন কালুপুরুষের আহবায়ক মোঃ মুহাইমিনুর রহমান পলল, সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক ও কালপুরুষ সংগঠনের যুগ্ম আহবায়ক শিমুল বিশ্বাস এবং প্রত্যয় যুব সংঘের সভাপতি ও চ্যানেল প্রত্যয়ের বার্তা প্রধান এস এম সুমন। আলোচনা সভায় রাকিবুজ্জামান তানিম বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবের ত্যাগ ও শ্রমে বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে । মোঃ মুহাইমিনুর রহমান পলল তার বক্তব্যে বলেন শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশের তরুণ ও যুব সমাজকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং পচাত্তরের ১৫ই আগষ্টে শহীদ সকলের আত্মত্যাগের কথা স্মরণ রেখে চাকরি, ব্যবসার পাশাপাশি নিষ্ঠা ও সততার সাথে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক নেতৃত্বে অংশগ্রহণে এগিয়ে আসতে হবে। তাহলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় দেশ ও জাতি এবং শেখ পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে আলোর পথে সংগঠনের অন্যান্য সদস্য তামান্না শ্রুতি মাহিন মুহিন নয়ন সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন।