রাজন আবেদীন রাজু মৌলভীবাজার প্রতিনিধিঃ
‘আমরা পরিবর্তনে বিশ্বাসী’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বে-আইনিভাবে, উস্কানিমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে দলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (উৎস) এর আয়োজনে উপজেলা চৌমুহনী ময়না চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি জ্যোতির্ময় কানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ রাজভরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহন রবিদাস ও প্রদীপ দাস দ্বীপ, চা শ্রমিক নেতা সীতারাম বীন, ছাত্রনেতা প্রদীপ পাল, সন্তোষ রবিদাস, সুমন রবিদাস, প্রীতম গোয়ালা, মনোজ কুমার, উজ্জ্বল কৈরী, প্রদীপ পাশি, ইরাজ আহমেদ, সুদীপ্ত ভর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২০ দিন ধরে দলই চা বাগানের শ্রমিকরা অনাহারে রয়েছে। তিন দফা বৈঠক হবার পরও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাগানের মানুষরা এখন আর বাগানি নয়, তারা এখন আন্দোলন করতে জানে।
অবিলম্বে যদি দলই চা বাগান খুলে দেওয়া না হয় এবং দুর্নীতিবাজ ম্যানেজারকে অপসারণ না করা হয় তাহলে আরো কঠোর আন্দোলনসহ কর্মবিরতিতে যাবে চা শ্রমিকরা।