মোঃআসরাফুল ইমরান
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলার
ভূনবীর চৌমোহনা চত্তরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার(১৫ আগস্ট) রাতে ভূনবীর চৌমুনা চত্তরে শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ এর উদ্যোগে আলোচনা সভা ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় সম্মিলিত নাট্য পরিষদের প্রচার সম্পাদক রূপক দত্তের সঞ্চালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল-এর সভাপতি সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী , সাধারণ সম্পাদক কামরুল হাসান দোলন , অর্থ সম্পাদক সুমন বৈদ্য, সন্ধানী শিল্পী গোষ্ঠির সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সমাজকর্মী অর্জুন দাশ, সাতগাঁও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক এবং ভুনবীর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাউছার আহমেদ রিয়ন, ভূনবীর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফেরদৌস আহমেদ, স্থানীয় মুরব্বী মো: খালিক মিয়া প্রমূখ। এসময় প্রায় ২০০ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি বলেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যায়ক্রমে গ্রামের বাজারগুলোতে সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে এই মাস্ক বিতরণ কার্যক্রম চলবে।