কুষ্টিয়া ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ
কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারের উপর এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি অজয় সুরেকা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফিল উদ্দিন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়েন উদ্দিন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বজলার হোসেন বজু, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ- সভাপতি আফতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁদ আলী ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেলাল হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে নেতা জন্ম নিলে বাংলাদেশ স্বাধীন হত না তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশের ১৬ কোটি মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জননেতা মাহবুব-উল-আলম হানিফ কুষ্টিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন, তিনি আরো বলেন জীবিত বঙ্গবন্ধুর চেয়েও শহীদ বঙ্গবন্ধু আরো শক্তিশালী, আজ দেশের দল-মত নির্বিশেষে সকল মানুষ বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।
বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণ বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একটি কুচক্রী মহল ও কিছু বিপথগামী সেনা কর্মকর্তারা ঢাকাস্থ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছিল। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা দোয়া মাহফিল ও গরীবদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে তাকে গভীরভাবে স্মরণ করি।
এই সময় ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভায় তাকে গভীরভাবে স্মরণ করি জাতির জনকসহ ও তার পরিবারের সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি সেই সাথে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। দোয়া ও আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গরিব দুঃখীদের মাঝে তবারক বিতরণ করেন।
উক্ত আলোচনা দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ১৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: চাঁদ আলী, দোয়া ও মোনাজাত পাঠ করেন হাফেজ সাইফ উদ্দিন আল আজাদ।