কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুষ্টিয়া জেলা মৎস্য অফিস। নিয়মিত অফিস না করে বাসায় বসে সরকারী বেতন উত্তোলন করছেন কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার ড. মো: মাহবুবুর রহমান তালুকদার। তিনি কুষ্টিয়া জেলা মৎস্য অফিসে যোগদান করেন গত ২৪শে ডিসেম্বর ২০১৯ইং তারিখে। অভিযোগ উঠেছে যোগদানের পর থেকেই তিনি অফিসে অনিয়মিত। সরকারী নির্ধারিত সময়কে তুচ্ছ করে ইচ্ছামতো সময়ে আসেন অফিসে। ফলে সেবা গ্রহনকারীরা পাচ্ছে না কাঙ্খিত সেবা। দিনের পর দিন মৎস্যচাষীরা ঘুরেও পায় না তার দেখা। কয়েকদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস সময় পার হলেও অফিসে অনুপস্থিত মৎস্য অফিসার ড. মো: মাহবুবুর রহমান তালুকদার। অফিস সময়ে তার রুমে ঝুঁলছে তালা। সেবা গ্রহীতারা অনেকেই সেবা না পেয়ে ঘুরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ আবার ঝাড়ছেন ক্ষোভ। অফিসের অন্যান্য কর্মচারীদের দায়সারা ভাব। ফোন নাম্বার ধরিয়ে দিয়ে স্যারের যোগাযোগ করার কথা বলেই তারা ক্ষ্যান্ত। এ বিষয়ে একাধিক ভুক্তভোগী জানায়, মৎস্য অফিসের সেবা নিতে গিয়ে তাদের ঘুরতে হয় দিনের পর দিন। কখনোই দেখা মেলে না মৎস্য অফিসারের। এভাবে সরকারী একজন কর্মকর্তা যদি অফিস করেন, তাহলে সাধারন মানুষ সরকারী সেবা পাবে কিভাবে। এ ধরনের গুটি কয়েক সরকারী কর্মকর্তাদের কারনে দূর্নাম হচ্ছে সরকারের, মন্তব্য তাদের। এ বিষয়ে মৎস্য অফিসার ড. মো: মাহবুবুর রহমান তালুকদার জানায়, আমি শারিরিকভাবে অসুস্থ, তাই নিয়মিত অফিস করতে পারি না। এ বিষয়ে আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো রয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৬ আগস্ট থেকে সকল সরকারি আধাসরকারি অফিস,স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সব কর্মকর্তা কর্মচারিকে সকাল ৯ টা থেকে ৫টা অফিস করতে নির্দেশনা জারি করে । লকডাউন তুলে ৭৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি বসে কাজ করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। সব মন্ত্রণালয়গুলোকে ওইরূপ নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।