কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক এম,এ মান্নান সরদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ই আগস্ট) বিকেল ৫টায় দৌলতপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ ও কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাংকলীর ও কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন আল্লারদর্গা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
এতে উপজেলা আওয়ামীলীগ ও শ্রমিক ইউনিয়ন সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়। মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আল্লারদর্গা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ের সামনে।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের, যুগ্ম আহ্বায়ক ও ১১১৮ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বিচ্ছাদ আলী, ১১১৮ আল্লারদর্গা শাখার সভাপতি মোঃ এনানুল হক, সাধারণ সম্পাদক জিয়া মালিথা,উপদেষ্টা আঃ মান্নান ড্রাইভার, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসাইন, দৌলতপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক এম,এ মান্নান সরদার, যুগ্ম আহ্বায়ক মেঃ সহিদুল ইসলাম মেম্বার, যুবলীগ নেতা সুমন, মোহাম্মদ আলী, শিবলু, লাভলু সহ প্রমুখ।
বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে বাড়িতে এসে অর্তকিত ভাবে সন্ত্রাসী হামলার অভিযোগে বাবলু মোল্লা ও সাইফুল ইসলাম সহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তা না হলে অচিরেই বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, গত ১৯শে অগস্ট সকাল সাড়ে ১১ টার সময় মান্নান সরদারের নিজ বাড়ি এসে সন্ত্রাসী বাবলু মোল্লা ও সাইফুল ইসলাম সহ তাদের সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলায় দৌলতপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক এম,এ মান্নান সরদার ও তার ভাতিজা সেলিম রেজা ও শেরশাহ্ আহমেদ গুরুতর আহত হয়। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ব্যাপারে দৌলতপুর থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে।