আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে ও গ্রামীণ ফোনের সহযোগিতায় -সিরাজগঞ্জ সদরের পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ডে নিম্নাঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় একহাজার পরিবারের মাঝে এবং খোকশাবাড়ী ইউনিয়নে দিয়ারপাঁচিল ক্রসবাধে দুইশত পরিবারে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০আগষ্ট) সকালে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ -সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্যও বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ এর বোর্ড মেম্বার অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলাপরিষদের
চেয়ারম্যান ও সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা কে,এম, হোসেন আলী হাসান।
উক্ত বিতরণ অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র কেন্দ্রীয় উপ-পরিচালক মোঃ নূরুল আমিন,সিনিয়র প্রোগ্রাম অফিসার জহুরুল আলম, সিইএ মোশারফ হোসেন, ফাইন্স্যাস অফিসার এম মান্নান, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মোস্তফা কামাল খান, মেম্বার আনোয়ার হোসেন ফারুক, আসাদ উদ্দীন পবলু প্রমুখ।
এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগীতা করেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ইউ এল ও রবিউল আলম, কর্মকর্তা তাজুল ইসলাম তাজ, জেলা যুব রেড ক্রিসেন্ট এর জেলা প্রধান শাপলা খাতুন সহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবক সদস্যরা । ফুডপ্যাকেজ ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চাউল -৭.৫ কেজি,ডাউল -১কেজি,সয়াবিন তৈল -১কেজি,চিনি-১কেজি,লবণ-১কেজি,সুজি-০.৫ কেজি।