চলাচলের অযোগ্য বড়গাছি-মোহনগঞ্জ ১৪ কি.মি সড়ক
রাজশাহী,প্রতিনিধি মোঃ মিনারুল ইসলাম
চারঘাট,রাজশাহী
রাজশাহীর পবা-দুর্গাপুর ও বাগমারা উপজেলার মধ্যে যোগাযোগ রক্ষাকারী প্রায় ১৪ কিলোমিটার পাকা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙেচুরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এই ভাঙা রাস্তায় চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল নিয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছী হাট হতে মোহনগঞ্জ পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তাটি প্রায় দুই বছর হতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে| এই সড়কটি দিয়ে প্রতিদিন ভ্যান, অটোরিকশা, সিএনজি, মালবাহি ট্রাক ও লরি চলাচল করে|
এই সড়কটিতে বর্ষার পানি জমে রাস্তার পিচ ও খোয়া সরে গিয়ে জায়গায় জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে| এতে করে ভারী যানবহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে| মাঝে মধ্যে ভারী যানবহন গর্তে পড়ে থাকছে ও সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে|
এই সড়কে এখন দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে কৃষিপণ্য নিয়ে বেকায়দায় পড়েছেন এই অঞ্চলের চাষিরা। তারা অত্র অঞ্চলের মানুষের সমস্যার কথা বিবেচনা করে সড়কটি জরুরিভাবে মেরামতের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পবা এলজিইডি’র সহকারি প্রকৌশলী সাদরুল ইসলাম জানান, রাস্তাটির খারাপ অবস্থা আমরা পরিদর্শন করেছি। আগামী ১ মাসের মধ্যে টেন্ডার করে ওই রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে।