কুমারখালী প্রতিনিধি
কোডিড১৯ প্রতিরোধে মাস্ক ব্যবহার অত্যাবশ্যকীয়। “মাস্ক নাইতো সরকারী কাজ নাই বাজার নাই “এমনই সংকল্প নিয়ে প্রতিনিয়ত ঝটিকা অভিযান অব্যাহত রেখেছেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান।
রোববার দুপুরে কুমারখালীর বিভিন্ন বাজার ও রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় থানা পুলিশ, পেশকার এবং অফিসের স্টাফ মোবাইল কোর্ট পরিচালনায় সহোযোগিতা করেন। কুষ্টিয়ার কুমারখালীতে মাস্ক না ব্যবহার করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী ২২টি মামলায় ১৪ জনকে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
এসময় রাজীবুল ইসলাম খান বলেন, যতক্ষণ বাইরে আছেন, আবশ্যিক মাস্ক ব্যবহার করুন। মাস্ককে পোশাকের অংশ বিবেচনা করতে হবে। মাস্ক না থাকলে তার কাছে কোন দোকানদার কিছু বিক্রি করবেন না, কোন অফিসে সেবা পাওয়া যাবে না। তিনি আরো বলেন, কারো মাস্ক কেনার টাকা না থাকলে উপজেলা নির্বাহী অফিসারকে জানান।