কুষ্টিয়ার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ
সাইফ উদ্দীন আল-আজাদ
(কুষ্টিয়া প্রতিনিধি)
২২ আগষ্ট, ২০২০।। কুষ্টিয়ার পিসিআর ল্যাবে নমুনা পররীক্ষা বন্ধ রয়েছে। এই পিসিআর ল্যাবে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার থেকে এ পিসিআর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হচ্ছে না বলে জানা গেছে।জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি।
ঢাকা থেকে টেকনিশিয়ান আসছে। সোমবার থেকে নমুনা পরীক্ষা স্বাভাবিক হতে পারে।তাপস কুমার সরকার, আবাসিক চিকিৎসা কর্মকর্তা, কুষ্টিয়া মেডিকেল কলেজ সূত্র জানায়, গত ২৫ এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে একটি ভবনে পিসিআর ল্যাব স্থাপন করা হয়।
এর পর থেকে সেখানে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছিল।
সেখানে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ নমুনা পরীক্ষা করা হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্র জানায়, বৃহস্পতিবার মাত্র ৮টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
এরপর শুক্রবার কোনো নমুনা পরীক্ষা হয়নি।শনিবারও কোরো নমুনা পরীক্ষা হচ্ছে না,জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘ল্যাবে নমুনা পরীক্ষা করার যন্ত্রাংশে হয়তো সমস্যা দেখা দিয়েছে।
এ জন্য নমুনা পরীক্ষা আপাতত বন্ধ আছে। ঢাকা থেকে টেকনিশিয়ান আসছে। সোমবার থেকে নমুনা পরীক্ষা স্বাভাবিক হতে পারে।