মোঃ সবুজ হোসেন কুমারখালী প্রতিনিধি
গত ১৭ আগস্ট কুষ্টিয়া জেলায় খোকসা উপজেলার বড়ইচারা উত্তর পাড়া গ্রামে তিন সন্তানের মোছা: রোজিনা খাতুন (৩৫) পাশের বাড়ির রমজান হোসেন সাথে প্রেমের টানে ঘর ছেড়েছে এমন অভিযোগ রোজিনা র স্বামী আব্দুল রহিম। জননীকে নিয়ে উধাও হলেন রমজান নামে এক ব্যক্তি। এই ঘটনায় রহিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ফলে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
এদিকে আব্দুল রহিমের দাবি, গত ১৭/৮/২০২০ আগস্ট সকাল আনুমানিক ৯ টার সময় রমজান তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তিন সন্তানের জননী রোজিনা এবং রমজানের মধ্যে পাড়া-প্রতিবেশী হিসাবে সম্পর্ক ছিলো চাচা। আর পালানোর সময় তার ঘর থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে যায় ।
ঐএলাকাবাসী থেকে জানা যায় , মোঃ রোজিনা খাতুনের সঙ্গে রমজানের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বহুদিনের। আব্দুর রহিমের বাড়িতে সে মাঝেমধ্যে দেখা করার জন্য আসতেন । সোমবার সকালে রোজিনা খাতুন তার বোনের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় সে আর তার নিজ বাড়িতে ফিরে আসে নাই । পরে আমরা শুনতে পারি রোজিনা রমজানের সঙ্গেই চলে গেছে ।
এ বিষয়ে তিন সন্তানের জননীর বড় মেয়ে সুমাইয়া সঙ্গে কথা বললে তিনি জানান, আমাদের বাড়িতে রমজান মাঝে মধ্যে আসত । রমজান আমার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলত । আমার মায়ের কাছে দোকানের ভাজাপোড়া কিনে দিত । আমি মাকে জিজ্ঞাসা করলে আমাকে খারাপ ভাষায় বকা বাধ্য করতো। আমার বাবা দেখতে ব্যাকা আমাকে ব্যাকার মেয়ে ব্যাকা বলতো । খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ছিলো ।
আব্দুর রহিমের শশুর সঙ্গে কথা বললে তিনি জানান , আমি বড় চাড়াই আসার পর শুনতে পারলাম আমার মেয়ে রোজিনাকে নিয়ে পালিয়েছে রমজান। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না । এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে ।