ঋ
সাইফ উদ্দীন আল-আজাদ
(কুষ্টিয়া প্রতিনিধি)
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামের একটি গোরস্থান থেকে পালান বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ কন্যা সন্তানের জনক পালান বিশ্বাস চরগোয়ালগ্রামের মালিথাপাড়ার মৃত আবুল বিশ্বাসের ছেলে। পালান বিশ্বাস পেশায় একজন ভিক্ষুক।
রোববার সকাল ১০ টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে।
স্ত্রী কদ ভানু জানান, অভাবের সংসার আমাদের। করোনার কারণে এখন আর আগের মত ভিক্ষা দেয় না মানুষ। অভাব অনটনে সে মানষিকভাবে কষ্টে ছিল। আজ সকালের দিকে মাঠে খড়ি সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে গ্রামের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখে বাড়িতে খবর দেয়।
মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিলন হোসেন জানান, অভাব অনটনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, খবর পাওয়ার পর থানার তদন্ত (ওসি) সাজেদুর রহমানকে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা।