কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অনুপ কুমার নন্দীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এল কবির তুহিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার (২২ আগস্ট) কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. আবু সাঈদ। মামলার এজাহারে বাদী আবু সাঈদ উল্লেখ করেছেন, শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুকে প্রবেশ করি। এ সময় দেখতে পাই ‘এম এল কবির তুহিন’ নামের ফেসবুক আইডি থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শান্তি কমিটির সদস্য রাজাকার শাহ আজিজুর রহমান ও তৎকালীন বিএনপির কয়েকজন নেতার সঙ্গে আমার বিকৃত ছবি দিয়ে গোলবৃত্ত করে ফেসবুকে পোস্ট করা হয়েছে। এই ছবি ও তথ্য মিথ্যা। এটি বিকৃত ছবি। ওই ছবির ব্যক্তি আমি নই। অথচ আমার নাম দিয়ে ওই ছবি পোস্ট করে আমাকে সামাজিকভাবে হেয় করেছেন এম এল কবির তুহিন। ‘এম এল কবির তুহিন’ নামের ফেসবুক আইডি থেকে ফেসবুকে দেয়া পোস্টটি হলো, ‘অনুপ কুমার নন্দীকে আদালতের পিপি পদে বসালে তার প্রাক্তন নেতা জিয়াউর রহমান এবং রাজাকার শাহ আজিজুর রহমানকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (মরণোত্তর) গুরুত্বপূর্ণ পদে নাম দেখতে চাই’। এ বিষয়ে অনুপ কুমার নন্দী বলেন, আমি কখনও স্বাধীনতার চেতনা বিরোধী সামাজিক বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। অথচ আমার নাম জড়িয়ে মিথ্যাচার করেছেন এম এল কবির তুহিন। এজন্য আমি মামলা করেছি। এম এল কবির তুহিনের এই ফেসবুক পোস্ট ষড়যন্ত্রমূলক। তুহিনের এই মিথ্যা পোস্টে জেলা আইনজীবী সমিতির প্রতিটি সদস্যের সম্মানহানি হয়েছে।