ঙ
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে -ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীতে যমুনানদীর ভাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৬০জন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
-মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনার উপহার ত্রাণ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের এ ফুড প্যাকেজ বিতরণ করা হয় ।
মঙ্গলবার(২৫আগষ্ট)সকালে পাঁচঠাকুরী বাজারে
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, যমুনানদী প্রতিবছরে বন্যায় নদীভাংগনে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়দের নদী ভাংগনের কবল থেকে রক্ষা পেতে হলে স্থায়ী বাঁধ নির্মাণের বিকল্প নেই। এবং খুবশীঘ্রি একটি স্থায়ী বাঁধ প্রকল্পের কার্যক্রম চালু করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু , জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক, পৌরপ্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক হেলাল উদ্দীন, পৌরকাউন্সিলর আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন তালুকদার, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ কমিটির সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
সভাপতিত্ব করেন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এস শফিকুল ইসলাম শফি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আঃলীগের সদস্য আব্দুস ছালাম মাষ্টার, স্থানীয় ছাত্রলীগনেতা লিটন মির্জা, সাইদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।