আরিফ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নারী ফেডারেশনের সদস্যদের ছাগল পালন প্রশিক্ষন ও বিনামূল্যে ১৩টি ছাগল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ আগষ্ট) সকাল ১১ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে সভাকক্ষে পল্লী উন্নয়ন সংস্থা পাসের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নারী ফেডারেশনের সদস্যদের ছাগল পালন প্রশিক্ষন ও বিনামূল্যে ১৩টি ছাগল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জাহাঙ্গীর আলম, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সচিব মো. ফয়জুর রহমান, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের প্রানী সম্পদ কর্মকতা মো. আব্দুল হান্নান, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আখিরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন পাসের নির্বাহী পরিচালক মো. ইলিয়াস হোসেন।
সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শওকত মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।