কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কাশেম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ১৫ দিন পর তার লাশ ফেরত
দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলার সংলগ্ন নো-ম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে আবুল কাশেমের লাশ ফেরত দেয় বিএসএফ।
বিএসএফের গুলিতে নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আবদুর রহমানের ছেলে।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এ সময় জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত। পরে নিহতের পরিবারের পক্ষে ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন।