প্রতারক মকলেচ কুষ্টিয়া ডিবি পুলিশের হাতে আটক
কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
একাধিক অপকর্মের মূল হোতা প্রতারক মকলেচ আজ শুক্রবার সকালে ভেড়ামারার স্বাস্থ্য কমপ্লেক্স অফিসের সামনে থেকে কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে।
আটককৃত মকলেচের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগসহ এবং প্রতারক চক্রের মূল হোতা হিসাবে সকলের কাছে সে একজন চিহ্নিত ব্যক্তি ছিল বলে জানা গেছে। সে মিরপুর উপজেলার ধুবাইল ইউপির লক্ষ্মীধড়দিয়াড় গ্রামের স্থায়ী বাসিন্দা। তার ভালো নাম মকলেস আরেফিন।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের টপ ওয়ান্টেড মকলেচ নিজের অসংখ্য অপরাধমূলক কর্মকান্ডের কারনে গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকাবস্থায় আজ শুক্রবার সকালে ৮ টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা শেষে মকলেচকে কুষ্টিয়া ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।