রহমতউল্লাহ
বদলগাছী উপজেলাপ্রতিনিধি
নওগাঁ রাজশাহী
ঙ ঙঙনওগাঁ জেলার বদলগাছী উপজেলা পাহাড়পুর বৌদ্ধ বিহার কে কেন্দ্র করে প্রতিদিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মিলছেনা বিহারের দর্শন ।
নওগাঁ জেলা বদলগাছী উপজেলার অন্তর্গত বাংলাদেশের ঐতিহ্য বিরল ইতিহাসের সোনালী অক্ষরের প্রাণ কেন্দ্র পাহাড়পুর বৌদ্ধবিহার
করোনা মহামারীতে দেশ ও বহির্বিশ্ব যখন অসহায় এর প্রভাবে পাহাড়পুর তথা সোমপুর বিহারের দর্শনার্থীদের ভিড় থাকলেও মিলছেনা বিহারের দর্শন ।
সাম্প্রতিক করোনা মহামারীর প্রভাবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিধি অনুসারে জনসমাগম রোদে সরকার দেশের সকল পর্যটন স্থান গুলি বন্ধ করলেও ভ্রমণ প্রেমী মানুষগুলি উপচে পড়া ভিড় জমাচ্ছে পর্যটন স্থানগুলোতে তবে সরকারি নিষেধাজ্ঞা থাকার ফলে মিলছে না তাদের পর্যটন স্থানগুলো দর্শন । এ পর্যটন স্থান গুলির মধ্যে একটি অন্যতম পাহাড়পুর বৌদ্ধবিহার ।
পাহাড়পুর বৌদ্ধ বিহার কে কেন্দ্র করে মহামারী কে অবজ্ঞা করে দূর-দূরান্ত হতে দর্শনার্থীদের ভিড় জমছে বিহারে তবে সরকারের নিষেধাজ্ঞা থাকার ফলে খুলছে না বিহারের গেট এর ফলে দর্শনার্থীদের মাঝে পরছে হতাশার ছাপ ।
একইসাথে সরকারের অর্থনৈতিক খাত ও বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় হতে ।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের দায়িত্বরত কাস্টোডিয়ান তানভীরুল ইসলাম জানান এ অর্থবছরে সরকারের রাজস্ব খাত বঞ্চিত হচ্ছে রাজস্ব এ আয় হতে ।