আলিফ হোসেন চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর দিকনির্দেশনায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান নেতৃত্ব। রবিবার ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন পশুহাট পাড়া শ্মশান ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইঞ্জিন চালিত নৌকায় বাদ্য যন্ত্র বাজিয়ে নৌকা ভ্রমনের মাধ্যমে গণ উপদ্রব করার অপরাধে দুই জনকে দন্ড বিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ গ্রামের মৃত. মকছেদ আলীর ছেলে মোঃ রমজান(৬০), চুয়াডাঙ্গার ইসলামপাড়ার মৃত. বিশারত আলী মন্ডলের ছেলে
মোঃ মিন্টু (৪০),
এ সময় তিনটি সাউন্ড বক্সেসহ দুইটি সাউন্ড সিস্টেম মেশিন জব্দ করে চুয়াডাঙ্গা সদর থানার হেফাজতে দেন। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, চুয়াডাঙ্গা সদর থানার এস. আই. (নিঃ) গোপাল চন্দ্র মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স।