নিজস্ব প্রতিনিধি।
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায়, জেলা দায়রা জজ আদালতের মাননীয় পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের নেতৃবৃন্দ। গতকাল রাত ৮ টার সময় তার বাসভবনের অফিসে কুষ্টিয়ার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের নেত্রীবৃন্দ উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন, সদস্য সজিবুল ইসলাম, মাহমুদ প্রত্যয়, সহ অন্যান্য রা।
পরে ভিডিও কলের মাধ্যমে এ্যাডঃ অনুপ কুমার নন্দী সহ তার প্যানেলের বিজয়ী সকল কে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যাক্তিত,কুষ্টিয়ার কৃতি সন্তান অভিনেতা আহমেদ শরীফ। এসময় অনুপ কুমার নন্দী বলেন খোকন ভাই আপনাকে নিয়ে আমরা আবার মাঠে দেখতে চাই খেলোয়াড়দের। আপনাদের সহযোগিতায় কুষ্টিয়ার খেলাধুলার মাধ্যমে কুষ্টিয়া কে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। এসময় আহমেদ শরীফ বলেন তুমি তোমার পিতার সুনাম ধরে রেখে তার পথেই হেটে কুষ্টিয়ার ক্রীড়া সংস্থার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছো তুমি। তাই আমার বিশ্বাস ছিলো তোমরা জয়ী হবে ইনশাআল্লাহ, তোমাদেরই কাজের জন্য। তাই তোমাদের বিজয়ে আমার শুভেচ্ছা জানাচ্ছি।