আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ অগ্রনী ব্যাংক কর্মচারী সংসদ ( সিবিএ) সিরাজগঞ্জ সভাপতি মোঃ সাজাহান আলী’র পিআরএল উপলক্ষে – ফুলেল শুভেচ্ছা প্রদান,স্মৃতিচারনও আলোচনাসভা সীমিত পরিসরে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬টার দিকে অগ্রণী ব্যাংক এস,এস রোড আঞ্চলিক কার্যালয়ে উক্ত বিদায়ী অনুষ্ঠানের – প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, , অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চল প্রধান এসএম জহিরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস,এস রোড শাখা প্রধান এজিএম মোঃ ফরিদুল হক। এতে সভাপতিত্ব করেন, সিবিএ সভাপতি সন্তোষ কুমার মোহন্ত। সঞ্চালনায় ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অফিসার সমিতি সিরাজগঞ্জ সভাপতি নিউ মার্কেট শাখার এসপিও ম্যানেজার মোঃ সাজেদুল হক ও সাধারন সম্পাদক উল্লাপাড়া সিনিয়র অফিসার মোঃ রেজাউল ইসলাম। সিরাজগঞ্জ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, সকল কর্মচারীসহ বিপুল সংখ্যক অফিসার কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি – এসএম জহিরুল ইসলাম বলেন, – সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ থেকে এ অঞ্চলের খেলাপি ঋন ও অবলোপকৃত ঋন শতভাগ অর্জন, আমানত, মুনাফা, সুদবিহীন আয়ের ধার্যকৃত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বশক্তি নিয়োগের আহবানসহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।