এম,এবি,ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধি:
: নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বীর বিক্রম শহীদ মোজাফ্ফর আহমেদ মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অংগ্যাজাই মারমা।
ইউনেস্কো ঘোষিত এ বছরের স্বাক্ষরতা দিবসের বিষয়। “কোভিড -১৯ সংকট : স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তন শীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইমরান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল হক রুমেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জিসান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান (ভিপি বাহার),উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শহীদুল ইসলাম, সমবায় অফিসার মোশাররপ হোসেন ভূঁইয়া, সাংবাদিক ফারুক আল- ফয়সাল প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আব্দুল্লা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী কুলসুম আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা প্রতিনিধি ডাঃ ফখরুল ইসলাম ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় বক্তাগণ স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।