আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?
সকলের প্রতি আজ কিছু বিষয়ে পরামর্শ রইলো, দয়া করে এগুলি মেনে চলবেন।
১) জমিজমা সংক্রান্ত আইনগত সাহায্যের জন্য বিজ্ঞ আদালতের আশ্রয় নিন।
→→পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সহায়তা নিন।
২) অটোরিক্সা, ইজিবাইক, পাখি ভ্যান ইত্যাদি যানবাহন যদি দূরবর্তী কোথাও ভাড়ায় যান অথবা অপরিচিত যাত্রী নিলে তাহলে যাত্রীর নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সংগ্রহ পূর্বক আপনার পরিবারকে জানিয়ে রাখুন।
৩) যাত্রীর নিকট থেকে ভুলেও কিছু খাবেন না।
৪) গাড়ি থামিয়ে যাত্রীর অনুরোধে কোন কিছু এগিয়ে দিতে বললে অথবা দোকান থেকে কিছু কিনে দিতে বললে গাড়ি রেখে কখনোই যাবেন না।
৫) হোটেলে কোন সন্দেহভাজক ব্যক্তি আসলে জাতীয় পরিচয় পত্র সহ একটি ছবি তুলে রাখবেন।
৬) রাত্রে অহেতুক কোন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা পড়লে অবশ্যই পুলিশকে খবর দিন।
ধন্যবাদান্তেঃ
গোলাম মোস্তফা
অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা।
০১৭১৩-৩৭৪২২০