সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দিনগত রাতে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের আমতলা এলাকা থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন সাতপুর গ্রামের শুভ আহমেদের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহ্ স্ত্রী আকলিমা খাতুন খাদিজা (২৬)।বর্তমানে বেনাপোল পোর্ট থানার তালসারী গ্রামের ভাড়াটিয়া।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ- সাতক্ষীরা মহাসড়কের আমতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ১১০ বোতল ফেনসিডিলসহ ওই দুই নারীকে আটক করা হয়েছে।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।