সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় এবার কলসীর ভেতর মিললো ১৩ বোতল ফেনসিডিল।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোছাঃকাকলী আক্তার (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে শার্শা থানাধীন কায়বা রাড়ীপুকুর এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্র পুলিশ সদস্যরা।আটক কাকলী রাড়ীপুকুর গ্রামের রিপনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) আনোয়ার আজিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাড়ীপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে।পরে বাড়ীর রান্না ঘরে কলসীর ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।