কুষ্টিয়ায় শিশু নির্যাতন মামলায় দুই আসামী আটক |
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ায় শিশু নির্যাতন মামলায় দুই আসামী আটক | কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের (ডিসি কোর্টের সামনে থেকে) বৃহস্পতিবার ১২টা ৫মিনিটের সময় কুষ্টিয়ার সিআইডি ইন্সপেক্টর হারুনার রশিদের নেতৃত্বে সিআইডিতে মামলায় চলমান মিরপুর উপজেলার রামনগর গ্রামের একটি শিশু নির্যাতন মামলার দুই আসামী রাকিব (২৮) ও চাঁদ (৩২) কে আটক করে। জানা যায়, মিরপুর উপজেলার রামনগর পশ্চিমপাড়া শান্তি বেগম বাদী হয়ে এই মামলাটি করে। গত ২০১৯ সালের ১৫ জুলাই সকাল ৯টার সময় আসামী মাওলা বিশ্বাসের গরু ঘরের পাশে ফুটবল খেলছিলো দুই শিশু। আসামী মওলা বিশ্বাসের গরুর ঘরে ফূটবলটি ঢুকে পড়ে। শিশু দুইটি বলটি আনার জন্য ওই গোয়াল ঘরে গেলে আসামী মওলা বিশ্বাস, তার ভাতিজা রাকিব ও চাঁদ ওই শিশুদের বেধড়ক মারপিট করে। এবং হাত ভেঙ্গে দেয়। এই ঘটনায় শান্তি বেগম বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে মামলা করে। ২০১৩ সালের শিশু আইনে ৩২৫/৩০৭ ধারায় মামলাটি করা হয়।মিরপুর উপজেলার রামনগর গ্রামের মওলা বিশ্বাস (৫০), পিতা মৃত সবল আলী বিশ্বাস পলাতক রয়েছে। আটককৃত রাকিব ও চাঁদ দুই ভাইকে। রাকিব ও চাঁদ এলাকার ভয়ংকর নাম। তারা এলাকায় মাদক ও চাদাবাজী করে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের নামে একাধীক মামলা রয়েছে। সিআইডি ইন্সপেক্টর হারুনার রশিদ জানান, আটককৃত রাকিব ও চাঁদ চলমান মামলার আসামী। তদের দুজনকে আটক করা হয়েছে।