বেলাল হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রামের মৃত: বদর উদ্দীন মাস্টারের ছেলে তুহিন মাস্টারকে বনগ্রাম বাজার থেকে একদল সন্ত্রাসী বাহিনী মারধর করেছে, বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার বনগ্রাম বাজারের হাটের দিন ছিল। সে কারণে তুহিন মাস্টার মোটরসাইকেল যোগে পারিবারিক বাজার করতে আসে। বাজার করে ফেরার পথে ওত পেতে থাকা বনগ্রাম পশ্চিম পাড়ার নয়ন মোল্লার ছেলে আকাশ গং তার গাড়ি থামিয়ে মারধর ও অকথ্য ভাষায় গালী গালাজ করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে আকাশগংরা পালিয়ে যায়।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর আমি তুহিন মাস্টারের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার কঠোর বিচার দাবি করছি।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, তুহিন মাস্টার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন আমার থানাতে। উক্ত অভিযোগের কপি আমি কোর্টে প্রেরণ করেছি, কোর্ট থেকে অনুমতি আসলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।