যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় মায়ের উপর অভিমান করে রোজানা ইসলাম স্মৃতি (১৬) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।শুক্রবার দুপুরে শার্শা উপজেলার শিববাস গ্রামে এ ঘটনা ঘটে।নিহত স্মৃতি উপজেলার ডিহি ইউনিয়নের শিববাস গ্রামের রমজান আলীর মেয়ে ও পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে স্মৃতির মা মেয়েকে শাসন করে।এরই জের ধরে পরিবারের সকলের অগোচরে দুপুরে বাড়ির সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ দেখে স্মৃতির মা ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেয়।পরে ঘরের দরজা ভেঙে দেখতে পায় স্মৃতি ফ্যানের সাথে ঝুলে আছে।পরে মরদেহ নিচে নামানো হয়।
এ ব্যাপারে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এজাজুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় সর্বসম্মতিক্রমে দাফনের জন্য বলা হয়েছে।