ৃ
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বদলি জনিত কারনে বিদায় নিয়ে কুষ্টিয়ার খোকসা থানায় যোগদান করতে যাচ্ছেন। যাওয়ার পূর্বে তিনি ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন। তা তুলে ধরো হলো;-
বিদায় কুষ্টিয়া মডেল থানা:
অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের শুরুটাই কুষ্টিয়া মডেল থানায় তাই আবেগাপ্লুত হয়ে কিছু কথা না বলে পারলাম না।
এখানকার প্রতিটি জিনিসের প্রতি অনেক মায়া কাজ করে। বিদায় ক্ষণটা অনেক কষ্টের, আমার জন্য দোয়া করবেন সবাই। কুষ্টিয়া মডেল থানা থেকে যে ভালবাসা,সম্মান পেয়েছি তা কখনো ভুলে যাওয়ার নয়, মনের মণিকোঠায় তা আজীবন থাকবে। কখনো কারো মনে যদি অজান্তে কোন কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবশেষে বলতে চাই বিদায়েরও কি তবে কিছু দায় থাকে? বিদায়ে কি শেষ হয়ে যায় সব? নাকি বিদায়ের পর শুরু হয় আরেক নবতর যাত্রা? তাই যা কিছু সফলতা ছিল সব আপনাদের জন্য, যা কিছু ব্যর্থতা তার দায়ভার সব আমারই।।
নতুন অফিসার ইনচার্জ হিসেবে কামরুজ্জামান তালুকদার স্যার যোগদান করেছেন, সবাই তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন । স্যার খুবই ভালো মনের একজন মানুষ।
মিস করবো সবাইকে। ভালো থাকবেন সবাই😞
বদলিকৃত স্থান- খোকসা থানা।