দেশ ও জাতীর কল্যানে “এসো মোরা করি কাজ, মানব কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ১২-ই সেপ্টেম্বর একঝাঁক সক্রীয় তরুণদের নিয়ে যাত্রা শুরু করা সামাজিক সেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি-সিএফএইচের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেের মধ্য দিয়ে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কাম ফর হিউম্যানিটির সভাপতি মামুনুর অর রশিদ বিজনের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সাংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,সাবেক ইউপি সদস্য শফিউর রহমান টমা,বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের সভাপতি ও চ্যনেল প্রত্যয় এর বার্তা প্রধান এস এম সুমন, সিএফএইচ কেন্দ্রীয় সাধারন সম্পাদক তানভির আহমেদ সাজু। এ ছাড়াও উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটি সহ অন্যান্য বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠান চলাকালীন সময়ে টেলি কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, রুপবান খ্যাত চিত্রনায়িকা অভিনেত্রী সুজাতা আজিম, জনপ্রিয় সংগীত শিল্পী বাউল শফি মন্ডল সহ অন্যান্য রা। আলোচনা সভা শেষে দুপুরের খাবার পর্ব, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সিএফএইচের সভাপতি মামুনুর রশীদ বিজন।
উল্লেখ মানুষের কল্যানে ভালোর যা কিছু আছে তার সবই করা যায়, থাকতে হবে শুধু ইচ্ছা শক্তি। যার পুরো ইচ্ছা শক্তি নিয়েই সমাজের মানুষের কল্যানে সেবা করার লক্ষে এ যাত্রা শুরু করে সিএফএইচ ।
সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো, রক্তদান, বৃক্ষরোপন, বাল্য বিবাহ,মাদক প্রতিরোধে তাদের কার্যকর্ম কে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
সিএফএইচ জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। করোনা সংকটকালে ত্রাণ সরবরাহ থেকে শুরু করে নগদ অর্থ প্রদান,বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার বৃক্ষরোপণ, অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার, শীতকালে শীতবস্ত্র বিতরণ নানা ধরনের সামাজিক উন্নয়ন মুলক কাজ অত্যান্ত সুন্দর ও সফল ভাবে করে যাচ্ছেন।