এম,এবি ছিদ্দিক নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে আধুনিক শিশু হসপিটাল ও বাংলাবাজার ফিজিওথেরাপি সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা ও হসপিটাল বন্ধ ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।
সোনাইমুড়ী আধুনিক শিশু হসপিটালে এমবিবিএস ডাক্তার ব্যতীত সাধারন ডাক্তার এর মাধ্যমে ক্রিটিক্যাল শিশু রুগী হসপিটালে ভর্তি করে চিকিৎসা প্রদানের অপরাধে এবং সার্টিফিকেটধারী কোন নার্স না থাকা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারা, অস্বাস্থ্যকর পরিবেশে জন্য ৫ হাজার -টাকা জরিমানা করা হয় এবং হসপিটালিটি বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া বাংলাবাজার ফিজিওথেরাপি সেন্টারে এমবিবিএস ডাক্তার ব্যতীত রোগী চিকিৎসা করানোর অপরাধে এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা এবং ফিজিওথেরাপি সেন্টার বন্ধ ঘোষণা করলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব টিনা পাল।