কুষ্টিয়া জেলা প্রতিনিধি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন এবং ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী এবং আনসার কমান্ডার সর্বমোট ৩০ জনের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সকালে কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা রেঞ্জ এর পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করার জন্য আনসার ভিডিপির সকল সদস্যকে নির্দেশনা দেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে উন্নত বাংলাদেশ গড়ায় সক্রিয় ভূমিকা পালনে আনসার ভিডিপির সকল সদস্যের প্রতি অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে সহকারী জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট জাহিদ হোসেন এবং বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।