সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০০বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামের বাগে এ জান্নাত মাদ্রাসার পাশে শাহাজানের বাড়ির পিছন থেকে এ ফেনসিডিল জব্দ করা হয়।তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে সীমান্তের বড়আঁচড়া গ্রামে বাগে এ জান্নাত মাদ্রাসার পাশে শাহাজানের বাড়ির পিছনে অভিযান পরিচালনা করে।এসময় পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁন ফেনসিডিল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।