নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে স্থানীয় কিছু প্রভাবশালীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউদিয়ার সাহেব আলী, মাছপাড়ার তোফাজ্জেল হোসেন শান্ত ও কাশিনাথপুরের মছলেম নামে তিনজন ব্যক্তি এই অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। দীর্ঘদিন যাবত তারা সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে কসমেটিকস এর ব্যবসা, ভুষির ব্যবসা ও কেউ আবার ভাড়ায় খাটাচ্ছেন এই সব স্থাপনা। ঝাউদিয়া বাজারের এই কুমার নদীর জায়গা দখল করে নানা স্থাপনা তৈরি করায় হুমকির মুখে আজ এই কুমার নদী। স্থানীয়দের দাবি অতি শীঘ্রই এইসব সরকারি জায়গা দখলকারীদের দৌড়ঝাঁপ ঠেকাতে না পারলে বিলীন হয়ে যেতে পারে এসব নদীপথ।
তাই এসব সরকারি জায়গা অবমুক্ত করা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন স্থানীয়রা।