নিজস্ব প্রতিনিধি
র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ দুপুর ১৪.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বিল বড়ইচারা গ্রামস্থ জৈনক হাবিল মাষ্টার পিতা মৃত বাছের শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-১৪৫ পিচ, মোবাইল ফোন-০২টি, সীমকার্ড-০৪টি, মোটরসাইকেল-০১টি ও নগদ-১২০০/- টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ আলম শেখ (৪২), পিতা-মৃত আবতাব আলী শেখ, ২। মোছাঃ পারভীন খাতুন (৩৫), স্বামী- মোঃ আলম শেখ, উভয় সাং-কৃঞ্চপুর, থানা-কুমারখাী, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।