নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র মোবাচ্ছির রহমান হৃদয় এর আঘাতকৃত আটক ট্রাক-ড্রাইভার “জিয়াউর রহমানের” জামিন বাতিল এর দাবীতে হৃদয়ের বন্ধু-বান্ধবী ও সহপাঠী, পরিবার সদস্য ও এলাকা-বাসীর পক্ষ থেকে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করছে ।
উল্লেখ্য গত, ১৮ তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে মোঃ মোবাশশির রহমান হৃদয় (১৮) তার দাদার বাড়ি কুষ্টিয়া খাজানগর থেকে বর্তমান ভাড়া বাড়িতে আসার সময় এই দূর্ঘটনার ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায় হৃদয় তার মোটরসাইকেল নিয়ে বটতলা মোড় হয়ে কুষ্টিয়া সদরের দিকে যাচ্ছিল। ঠিক তার বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় করা ট্রাক এসে তার মোটরসাইকেল কে বেপরোয়া ভাবে ধাক্কা দেয়।এতে সে ঘটনা স্থলে মারাত্মক ভাবে আহত হয়।
তার মোটরসাইকেলের পিছনে তার চাচাতো বোন মোছাঃ ফারিহা সামান্য আঘাত প্রাপ্ত হয়। সেখান কার স্থানীয় লোকজন দ্রুত ট্রাক টিকে আটক করে।
হৃদয় কে উদ্ধার করে ১ম কুষ্টিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান কার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।তার ডান হাত গুরুতর ভাবে জখম এতে তার হাত কাটা পড়ে। বর্তমানে হৃদয় চিকিৎসাধীন অবস্থায় আছেন। মোঃশাহিনুর রহমানের (৪০) পুত্র মোবাচ্ছির রহমান হৃদয়।
মোঃ জিয়াউর রহমান(৩২) ট্রাক ড্রাইভার ও ট্রাকের হেলপার মোঃ রাসেল মোল্লা (৩৫) পুলিশি হেফাজতে আছেন।
কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র মোবাচ্ছির রহমান হৃদয় এর আঘাতকৃত আটক ট্রাক-ড্রাইভার “জিয়াউর রহমানের” জামিন বাতিল এর দাবীতে হৃদয়ের বন্ধু-বান্ধবী ও সহপাঠী, পরিবার সদস্য ও এলাকা-বাসীর পক্ষ থেকে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করছে ।
উল্লেখ্য গত, ১৮ তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে মোঃ মোবাশশির রহমান হৃদয় (১৮) তার দাদার বাড়ি কুষ্টিয়া খাজানগর থেকে বর্তমান ভাড়া বাড়িতে আসার সময় এই দূর্ঘটনার ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায় হৃদয় তার মোটরসাইকেল নিয়ে বটতলা মোড় হয়ে কুষ্টিয়া সদরের দিকে যাচ্ছিল। ঠিক তার বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় করা ট্রাক এসে তার মোটরসাইকেল কে বেপরোয়া ভাবে ধাক্কা দেয়।এতে সে ঘটনা স্থলে মারাত্মক ভাবে আহত হয়।
তার মোটরসাইকেলের পিছনে তার চাচাতো বোন মোছাঃ ফারিহা সামান্য আঘাত প্রাপ্ত হয়। সেখান কার স্থানীয় লোকজন দ্রুত ট্রাক টিকে আটক করে।
হৃদয় কে উদ্ধার করে ১ম কুষ্টিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান কার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।তার ডান হাত গুরুতর ভাবে জখম এতে তার হাত কাটা পড়ে। বর্তমানে হৃদয় চিকিৎসাধীন অবস্থায় আছেন। মোঃশাহিনুর রহমানের (৪০) পুত্র মোবাচ্ছির রহমান হৃদয়।
মোঃ জিয়াউর রহমান(৩২) ট্রাক ড্রাইভার ও ট্রাকের হেলপার মোঃ রাসেল মোল্লা (৩৫) পুলিশি হেফাজতে আছেন।