নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া ডিবি পুলিশ বুধবার বিকেলে দৌলতপুরের অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ
২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো দৌলতপুর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুর রহমানের পূত্র সাহেব আলী (৩০) এবং কুমারপাড়া এলাকার মৃত ইউসুফ মন্ডলের কন্যা সহিদা খাতুন (৪০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সুযোগ্য অফিসার ইনচার্জ
(ওসি ডিবি) আমিনুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর আশরাফুল আলম, এস আই কায়েস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর মহিষাকুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী সাহেব আলী ও সহিদার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৭০ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।