কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় কুমারখালী রেলস্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমারখালী উপজেলা আওয়ামীলীগের
যুগ্ন সাধারণ সম্পাদক বাবু নব কুমার দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা,
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক
মো. মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমস, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মেহেদী হাসান,
কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. কাজল শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তুহিন হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন হাসান সোহেল,
এর আগে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুমারখালী সরকারি কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করা হয় এবং নেতা কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।