দৌলতপুর প্রতিনিধিঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দীন রিমন এর পরিচালনায় এবং কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম ও আফাজ উদ্দীন মাষ্টারের সঞ্চলনায়, সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন, কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কর, সরদার আক্তার হোসেন, হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, ডাঃ গিয়াস উদ্দীন, আসমত আলী মাষ্টার, শাহজাহান মেম্বার, জান মোহাম্মদ, নাজিম উদ্দীন, খলিল মেম্বার, দৌলতপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক এম,এ মান্নান সরদার প্রমুখ । বক্তারা বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিবের ঘরে জন্ম গ্রহন করেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে হাতেখড়ি তার। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্ট গোটা পরিবারকেই হারিয়েছেন তিনি। ছোটো বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ২১শে আগস্টের গ্রেনেড হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও ছয় রাউন্ড গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তাঁর শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। রাজনীতির পথচলায় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। পরে উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নিজ নিজ ব্যানারে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন