আবু তোহা শাহীন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার সদকী ইউনিয় পরিষদের ৫বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আব্দুল মজিদ।এলাকায় সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায় তিনি যেমন সৎ ও যোগ্য ব্যাক্তি তেমনি ন্যায় পরায়ণ। শালিস বিচারের নামে কোনো রকম দুর্নীতি অনিয়ত করার সুযোগ নেই সদকী ইউনিয়নে। এলাকাবাসী জানান সবাই যখন নিজের আখের গোছানোর জন্য ব্যাস্ত তখন আমাদের চেয়ারম্যান নিজের পৈতিক জমি বিক্রি করে মানুষের সেবা করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ৫ বছর চেয়ারম্যান হয়ে নিজের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি মানবতার ফেরিওয়ালা আব্দুল মজিদ চেয়ারম্যান।তিনি বলেন আমি লুটপাট করে তাড়াতাড়ি অনেক বড় কিছু হয়ে যাবো এমন ইচ্ছা আমার নাই। জনগনের সেবা করার জন্য এসেছি, যতদিন পারবো সেবা করে যাবো ইনশাল্লাহ। মজিদ আরো বলেন ইউনিয়ন পরিষদ থেকে নিতে আসিনি দিতে এসেছি।
মজিদ বলেন, আমি নিয়মিত ভাবে সরকারী সাহায্য সহযোগীর পাশাপাশি ব্যাক্তিগত তহবিল থেকেও সাহায্য সহযোগীতা জনগণকে দিয়ে যাচ্ছি। চেয়ারম্যান আব্দুল মজিদ সবার কাছে দোয়া চান।