এম.এবি ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা আইনশৃখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টার দিকে উপজেলার বীরবিক্রম মোজাফফর আহমেদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গত মাসে থানায় রুজুকৃত মামলা ৩১টি। তার মধ্যে খুন ২টি। মাদক ১২টি, নারী নির্যাতন ৫টি, চুরি ৩টি, অপহরণ ১টি ও অন্যান্য আইনে ৮টি মামলা রুজু হয়।