এম.এবি ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে সেই ৯ ইঞ্চি থ্রি মোটর বোম্ব নিস্ক্রিয়করণে ঢাকা ডিএমপির বোম্ব ডিসপোজাল কাউন্টার টেরিজম ইউনিটের সাব-ইন্সপেক্টর আজিজুল হক মিয়া পিপিএম – ইন্সপেক্টর আবুল বাসার পিপিএম- ও সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) গেয়াস উদ্দিনের , এর নেতৃত্বে ৫ সদস্যের টিম অংশ নিয়ে স্হানীয় একটি মাঠে এটি ধ্বংস করে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে নান্দিয়াপাড়া গ্রামের পাসপোর্ট বাসারের বাড়ীর বিল্ডিং এর ছাদে বোমাটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় কবির হোসেন।
পরে আদালতের অর্ডার নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চাইলে আদালতের নির্দেশে বোম্ব ডিসপোজাল ইউনিট আজ বেলা ১২টার দিকে উপজেলার দেওটি ইউপির আন্দিরপাড় মিন্নত আলী মার্কেটের সামনে একটি মাঠে বোমাটি নিস্ক্রিয় করতে সক্ষম হন বলে জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
সাব-ইন্সপেক্টর আজিজুল হক মিয়া পিপিএম -বলেন, আধা ঘন্টার চেষ্টায় ৯ ইঞ্চি থ্রি মোটর বোমাটি নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছি। সময় নির্দিষ্ট বোমা এটি।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের ছাদ থেকে বোমাটি উদ্ধার করে সোনাইমুড়ী থানা পুলিশ।