ওসির মানবিক সহায়তায় দোকান পেল প্রতিবন্ধী কুদ্দুস
এম,এবি ছিদ্দিক নোয়াখালীপ্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীর অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিনের মানবিক সহায়তায় একটি দোকান পেয়েছেন প্রতিবন্ধী আবদুল কুদ্দুস (৫০)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সোনাইমুড়ী বাজারের মাখতুম হোটেলের সামনে আনুষ্ঠানিকভাবে দোকানটি উদ্ভোধন করা হয়।
জানা যায়, উপজেলার নদনা ইউনিয়নের পাঁচ বাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে আবদুল কুদ্দুস দীর্ঘদিন যাবত সোনাইমুড়ী বাজারে নাইট গার্ডের চাকরি করে আসছিল। অসুস্থ্যতার কারণে চাকরি হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। এমতাবস্থায় কিছুদিন আগে সে সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিনের নিকট চাকরি ও সহায়তার আবেদন করেন। পরে আবদুল কুদ্দুসের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ওসি গিয়াস উদ্দিন নিজস্ব অর্থায়নে একটি ছোট পান দোকানের ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে আবদুল কুদ্দুস বলেন, দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবন-যাপন করে আসছি। ওসির শরণাপন্ন হলে তিনি মালামালসহ একটি দোকান ও নগদ অর্থ সহায়তা করেছেন। এসময় তিনি ওসির মঙ্গল কামনা করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, প্রতিটি সমাজে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি।