আবু তোহা শাহীন কুমারখালী প্রতিনিধিঃআজ সকাল ১০টার সময় স্মৃতি বিজড়িত শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। তাঁর সাথে অধিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) জনাব মোঃ হাবিবুর রহমান খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এসময় নেজারত ডেপুটি কালেক্টর, কুষ্টিয়া উপস্থিত ছিলেন।